Popis: |
উত্তরবঙ্গের একটি বিশিষ্ট লোকনাট্য হল ‘পালাটিয়া’। উত্তরবঙ্গে প্রচলিত কুশান, কিচ্চাবন্দী, বিষহরা প্রভৃতি লোকনাট্যের পরিবেশনের একটি বিশেষ রীতি আছে। এগুলি গীতবহুল; প্রথমে পয়ার-গীতের মাধ্যমে কাহিনির কিছু অংশ বর্ণনা করা হয়, তার পর মূলী ও দোয়ারির কথোপকথনের মাধ্যমে সেই কাহিনি বা ঘটনার ব্যাখ্যা করা হয়, এর পর প্রয়োজন অনুসারে ঘটনাটি অভিনয় করা হয়। এক্ষেত্রে অনেক কথাই বর্ণনা ও ব্যাখ্যার মাধ্যমে বলে দেওয়া হয়, তাই সমস্ত ঘটনা অভিনয়ের প্রয়োজন হয় না। কিন্তু আলোচ্য ‘পালাটিয়া’ গানের উপস্থাপন রীতি ভিন্ন প্রকৃতির, সাধারণ যাত্রাপালর মতো। এক্ষেত্রে কাহিনি বর্ণনা নয়, সরাসরি পালা পরিবেশিত হয়, তাই এর নাম পালাটিয়া। এই নাট্য রাজবংশী সমাজের পৃষ্ঠপোষকতায় রাজবংশী ভাষায় অভিনীত হয়। এর আসর (অঙ্গন মঞ্চ/arena stage) পূর্বে বৃত্তাকার থাকলেও পরবর্তীকালে বর্গাকার (square) হয়েছে। আসরের চারিদিক ঘিরে দর্শকেরা বসে। নাট্যকাহিনির সূত্র ধরেই দর্শকদের সঙ্গে পরিবেশনকারীদের (Performer) সংযোগ ঘটে, যা লোকনাট্যের একটি বিশিষ্ট দিক। পৌরাণিক, শাস্ত্রকেন্দ্রিক বা সামাজিক কাহিনি নিয়ে পালাগুলি তৈরি হয়। এগুলোর মধ্য দিয়ে সমাজের মানুষকে ধর্মীয় ও নীতিশিক্ষা প্রদান করা হয়। বর্তমানে এই নাট্যধারা হারিয়ে যেতে বসেছে। |